সরকারের নির্বাহী আদেশে আবারও বাড়ল বিদ্যুতের দাম। এবার খুচরা ও পাইকারি দুই শ্রেণির দাম একই সঙ্গে ৫ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এই দর আগামীকাল বুধবার (১ মার্চ) থেকেই কার্যকর হবে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ৩১ জানুয়ারি খুচরা ও পাইকারি দুই শ্রেণির গ্রাহকেরই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় মন্ত্রণালয়। সে সময় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় ৫ শতাংশ। ওই প্রজ্ঞাপনে গৃহস্থালির খুচরা বিদ্যুতের দাম ৫০ ইউনিট পর্যন্ত ৩ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ১৪ পয়সা করা হয়। পাশাপাশি সাধারণ গ্রাহকের ক্ষেত্রে ৪ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৬২ পয়সা করা হয়। সেই সঙ্গে ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ১ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৩১ পয়সা, ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ৩০ পয়সা থেকে ৬ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়।
এছাড়াও ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ৬৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৯৯ পয়সা, ৪০১ থেকে ৬০০ পর্যন্ত ইউনিট ১০ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৯৬ পয়সা এবং ষষ্ঠ ধাপে ৬০০ ইউনিটের ঊর্ধ্বে ১২ টাকা ৩ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়।