এরমধ্যে একজন হচ্ছে ইব্রাহিম খলিল উল্লাহ বিপ্লব। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূইয়া ইউনিয়নের মোমারিজপুর গ্রামে। পরিবার ফেনী শহরে নাজির রোডে বাসা ভাড়া করে থাকেন। বর্তমানে তার সহধর্মিনী উম্মে সালমা তার শশুর বাড়ি ফেনী সদর উপজেলা ধর্মপুর ইউনিয়নের মজলিসপুর গ্রামে আছেন। সেখানে গিয়ে দেখা গেছে সবার মাঝে উদ্বেগ উৎকণ্ঠা। তার স্ত্রী কাঁদছেন।
বড় ছেলে রেদোয়ান বিন ইব্রাহীম জানান, তার সাথে গতকাল রাতে কথা হয়েছে। দুষ্টামি না করে মায়ের কথামত চলতে বলেছে। বাড়িতে আসার সময় তার জন্য কিছু জিনিস নিয়ে আসবে বলেছে তার বাবা।
স্ত্রীর খালাতো ভাই নজরুল ইসলাম জানান, মেরিন সোসাইটি, বাংলাদেশ সরকার ও জাহাজ কর্তৃপক্ষের যৌথ তৎপরতায় জাহাজটিকে ফিরিয়ে আনার প্রত্যাশা করছি।
বিপ্লবের শ্বশুর ইব্রাহীম খলিল জানান, বাংলাদেশ সরকার ও জাহাজ কোম্পানির মালিক যৌথ উদ্যোগে মেয়ের জামাইকে যেন ফিরিয়ে আনেন সে দাবি করেন।
মঙ্গলবার (মার্চ ১২) দুপুর ১টার দিকে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠীটির কর্তৃপক্ষ।