অনেক দিন মেজর কোনো ফুটবল টুর্নামেন্টে খেলা হয়নি নেদারল্যান্ডসের। খেলা হয়নি গত বিশ্বকাপ ও ইউরোতে। সে প্রায় সাত বছর। দীর্ঘ সময় প্রতীক্ষার পর অবশেষে বড় আসরে ফিরল কমলা শিবির। ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রত্যাবর্তনটা পাঁচ গোলের থ্রিলার জয়ে রাঙাল ডাচরা। মাঠের লড়াইয়ে ইউক্রেনকে হারাল তারা ৩-২ গোলে।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য। বিরতির পর নেদারল্যান্ডসকে এগিয়ে দেন জর্জিনিও উইজনালডাম। ছয় মিনিট বাদে গোল ব্যবধান ২-০ তে নিয়ে যায় ডাচরা। এবার গোল করেন ওউট ওয়েঘর্স্ট। ইউক্রেনের হয়ে ৭৫তম মিনিটে প্রথম গোল করেন আন্দ্রে ইয়ারমোলেঙ্কো।
চার মিনিট পর মাঠের লড়াইয়ে ইউক্রেনকে সমতায় ফেরান রোমান ইয়ারেমচুক। তবে ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে নেদারল্যান্ডসের রোমাঞ্চমাখা জয় নিশ্চিত করেন ডেনজেল ডামফ্রিস।