তিনমাস পর কোপা আমেরিকা, ইউরো কাপ- সব মিলিয়ে র্যাঙ্কিংয়ে আপডেট করলো ফিফা। নতুন র্যাঙ্কিংয়ে কোপা এবং ইউরো চ্যাম্পিনরা বেশ ভালোই এগিয়েছে। তবে, ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে আশানুরূপ ভালো খেলতে না পারার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। র্যাঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
অন্যদিকে ভুটানের মত দেশও র্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশের চেয়ে এগিয়ে। সর্বশেষ বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান ১৮৮তম স্থানে। রেটিং পয়েন্ট কমেছে ৯টি। আগের আপডেট অনুসারে বাংলাদেশের রেটিং পয়েন্ট ঠিল ৯১৭। এবারের আপডেট অনুসারে রেটিং পয়েন্ট ৯০৯। সে তুলনায় ছোট্ট দেশ ভুটান এগিয়ে বাংলাদেশের চেয়ে। তাদের রের্টিং ৯১১। এর আগেও ভুটানের রেটিং পয়েন্ট একই ছিল।
ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। তবে ফ্রান্সকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে চলে এসেছে নেইমারের ব্রাজিল। ইউরো কাপজয়ী ইতালি এগিয়েছে দুই ধাপ। তারা এসেছে ৫ম স্থানে এবং কোপা আমেরিকা জয়ী মেসির আর্জেন্টিনাও এগিয়েছে দুই ধাপ। তারা রয়েছে ৬ষ্ঠ স্থানে।
ইউরোর ফাইনালিস্ট ইংল্যান্ডের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তারা রয়েছে ৪র্থ স্থানে। স্পেন রয়েছে ৭ম এবং রোনালদোর পর্তুগাল রয়েছে ৮ম স্থানে। ৯ম এবং ১০ম স্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। জার্মানি চলে গেছে ১৬তম স্থানে।