রবিউল ইসলাম জীবনের লেখা ‘লাল-সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও/ স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও’— জনপ্রিয় গানটি জায়গা পেয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপের ভেরিফায়েড ফেসবুক পেজে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশের তারকা ফুটবলার শেখ মোরসালিনের ছবি পোস্ট করে ফিফা কর্তৃপক্ষ ক্যাপশনে জুড়ে দিয়েছেন ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ গানের একটি লাইন, ‘লাল-সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও’। সেই সঙ্গে জুড়ে দেওয়া হয় বাংলাদেশের পতাকাও।
রবিউল ইসলাম জীবনের গানটির সুর-সংগীত করেছেন আরফিন রুমি। কণ্ঠ দেন দূরবীন ব্যান্ডের সদস্যরা। পোস্টটি প্রকাশের ৭ ঘণ্টার মাথায় প্রায় ৭ হাজারেরও বেশি মন্তব্য পড়েছে। শেয়ার হয়েছে ২ হাজার তিন শতাধিকেরও বেশি।
বিষয়টিকে বাংলাদেশের অর্জন বলে মনে করছেন গীতিকবি রবিউল ইসলাম জীবন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরু থেকেই গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে এতে কোনও সন্দেহ নেই। তবে সেই গানটির জনপ্রিয় একটি লাইন আজ যখন ফিফা ওয়ার্ল্ড কাপ কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে বাংলায় লিখে প্রকাশ করলো, তখন অন্যরকমের ভালোলাগা তৈরি হলো।
এটা একইসঙ্গে ভালোলাগার, পাশাপাশি সম্মানের। আমি মনে করি এটা বাংলাদেশেরই অর্জন। ১৪ বছর পর আবারও সেই গানটিকে নতুন জীবন দিলো ফিফা। এটা ভালোলাগার ও সম্মানের। আমি কৃতজ্ঞতা জানাই সংগীতশিল্পী আরফিন রুমি, সঞ্চালক-নির্মাতা খন্দকার ইসমাইলসহ গানটির সঙ্গে যুক্ত সকল শিল্পী-কুশলীদের প্রতি।’
দুই দশকের ক্যারিয়ার রবিউল ইসলাম জীবনের। তার লেখা জনপ্রিয় গান অসংখ্য। ২০২২ সালে ‘পরাণ’ সিনেমার ‘ধীরে ধীরে’ গানটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয় তাকে।