আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পথহারা-দিশেহারা, ফান্দে পড়িয়া বগা কান্দের দশা। তারা রাজনীতিতে পরাজিত হয়ে গেছে। আন্দোলনে পরাজিত, নির্বাচনে আসলেও পরাজিত হবে।
মে দিবস উপলক্ষে সোমবার (১ মে) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ৫২ দল, ১২ দল নিয়ে ১০ দফা বিক্ষোভ পদযাত্রা, হোঁচট খাওয়া আন্দোলন করেছে। পদযাত্রা নামের শেষযাত্রা করেছে বিএনপি। তাদের আন্দোলন, দফা, দল- সবই ভুয়া।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, বিদ্যুৎ, মেট্রোরেলসহ আওয়ামী লীগের উন্নয়নে বিএনপি হিংসার আগুনে জলে। মানুষ শান্তিতে থাকলে বিএনপির মনে কষ্ট হয়।
নেতাকর্মীদের মানুষের সঙ্গে ভালো আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকা সমুন্নত রাখা হবে। জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই- এমন কাউকে নমিনেশন দেওয়া হবে না। অর্থ পাচারকারী, লুডু খেলার ইতিহাস- আওয়ামী লীগে এসবের স্থান নেই।
প্রধানমন্ত্রীর বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, এই সফরের গুরুত্ব যারা বুঝে না তারাই এ সম্পর্কে কটাক্ষ করে। শেখ হাসিনা দেশ বিক্রি করতে বিদেশে যায়নি, গিয়েছেন দেশের উন্নয়নের উচ্চতা বাড়াতে।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সবসময় চান বাংলাদেশ কখনো সংকটে না পড়ুক। এ দেশের মানুষের শান্তির জন্য শেখ হাসিনা বিদেশ সফর করছেন। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক নিজেই ভুল স্বীকার করে তারা নিজেরাই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে।