আজ থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বন্ধ করা হয়েছে সড়ক, আকাশ ও নৌ পথের সব ধরনের যান চলাচল। সোমবার (৫ এপ্রিল) সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়। হাতেগোনা কয়েকজন মানুষ ছাড়া ফাঁকা পুরো লঞ্চ ঘাট। দুয়েকটি লঞ্চ থাকলেও প্রশাসনের নির্দেশে সেগুলোও অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে।
টার্মিনালে ঘাটের নিরাপত্তা কর্মী ও হকার ছাড়া কাউকেই দেখা যায়নি। এদিকে রাতে ও সকালে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা যাত্রীরা পড়েছেন পরিবহন ভোগান্তিতে। কোনো গাড়ি না পেয়ে টার্মিনালের বাইরে বিচ্ছিন্নভাবে তারা অবস্থান করছেন।
রাতের লঞ্চে ভোলা থেকে ঢাকা এসেছেন মো. কবির আলী। তিনি বলেন, ‘ঢাকায় কাজে এসেছি। এখন গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি পাচ্ছি না। কয়েকটা সিএনজি দেখছি, কিন্তু তারা বেশি ভাড়া চাচ্ছে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, ‘আজ সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ আছে। ঢাকা নদী বন্দরেও কোনো জাহাজ নেই। রাতে ঢাকায় আসা যাত্রীদের নামিয়ে দিয়ে লঞ্চ ঘাট থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। মালিকরা তাদের নিজস্ব জায়গায় লঞ্চ রাখবেন।’