পৌর মেয়র হওয়ার পরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণে সম্পদ গড়েন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে মেয়রের বিরুদ্ধে এমন অভিযোগ করেন ফরিদপুরের শংকর মিত্র নামের এক ব্যক্তি। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনকে উদ্দেশ্য করে মদ্যপ অবস্থায় অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন পৌর মেয়র অমিতাভ বোস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও বার্তায় শোনা যায়, মদ্যপ অবস্থায় মেয়র অমিতাভ বোস দুদক ও মন্ত্রণালয়কে অকথ্য ভাষায় গালাগাল করছেন। এছাড়া ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি নিয়েও নানা মন্তব্য করতে শোনা যায়।
ভাইরাল হওয়া অডিওতে তিনি বলেন, ‘এই ফরিদপুর পৌরসভায় আমার চেয়ার কেড়ে নেওয়ার কেউ নেই, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম।’
সাবেক মন্ত্রী খন্দকার মোশারফকে গালি দিয়ে তিনি বলেন, আমি মোশারফেরও…..(গালাগাল), এখন মন্ত্রণালয়, দুদককেও…..(গালাগাল) সময় নেই। আমার নিজস্ব বাহিনী আছে, আমার সামনে এসে দেখেন, আওয়াজ থাকবে না ফরিদপুর শহরে। এ শহরে কোনো আওয়াজ রাখতে দেবো না। আমাকে সেদদাহ দিয়েই আওয়ামী রাজনীতি করতে হবে, ভাষা হলো পরিষ্কার। আমি মোশারফ মিয়ার সঙ্গে খেলে এই জায়গায় আসছি, ছোট খাটো প্লেয়ার না। খেলা অব্যাহত রাখেন, খেলতে খেলতে এক সময় দেখা হবে বালুকাবেলায়।’
ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে পৌর মেয়র অমিতাভ বোস বলেন, আমি কাউকে এমন কোনো বক্তব্য দেইনি। যেটা ছড়ানো হয়েছে, তা সুপার এডিট করা। আমার এ বিষয়ে কোনো মন্তব্য নেই।