ফরিদপুরে শহরের একটি আবাসিক হোটেলের তালাবদ্ধ কক্ষের তালা খুলে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
সোমবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পথিক নামে একটি আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে আ. সালাম খাঁন (৬০) নামে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
সালাম খাঁন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুরসী কদমদী গ্রামের বাসিন্দা আব্দুর রহমান খানের ছেলে বলে জানা গেছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ।
ওই আবাসিক হোটেলের ব্যবস্থাপক ওহিদুজ্জামান মাসুদ জানান, রোববার (০১ জানুয়ারি) সন্ধ্যায় সালাম খান ও মো. আনিচ (৪০) নামে দুই ব্যক্তি শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পথিক আবাসিক হোটেলের তৃতীয় তলার ৩১৭ নম্বর কক্ষ ভাড়া নেন। সেখানে তারা রাত যাপন করেন। সোমবার (০২ জানুয়ারি) সারাদিন ওই কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ দেখে হোটেলের কর্মচারীদের সন্দেহ হয়। রাত আটটার দিকে হোটেলের এক কর্মচারী তালা খুলে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন । তবে বৃদ্ধের সঙ্গে আনিচ নামে যে ব্যক্তি ওই কক্ষটি ভাড়া নিয়েছিল তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে হোটেলের কক্ষ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ জলিল বলেন, ওই বৃদ্ধের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ওই কক্ষে উত্তেজনা সৃষ্টিকারী তরল পদার্থের দুটি বোতল পাওয়া গেছে। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন এবং হঠাৎ তার মৃত্যু হওয়ায় তার সহযোগী ভয়ে পালিয়ে যেতে পরেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানা যাবে।