বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে এ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে এমন উজ্জ্বল পারফর্ম্যান্সের পর সুখবর পেয়েছেন তিনি। আইসিসির সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে এগিয়েছে তাঁর অবস্থান।
একদিনের ক্রিকেটের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন রিয়াদ। দুর্দান্ত সেঞ্চুরির কারণে সাত ধাপ এগিয়ে সাইলেন্ট কিলার এখন আছেন ৫২ নম্বরে। অন্যদিকে প্রোটিয়াদের বিপক্ষে এ ম্যাচে ব্যাট হাতে বাজে দিন গেছে অধিনায়ক সাকিব আল হাসানের। যার প্রতিফলন ঘটেছে তাঁর র্যাঙ্কিংয়েও। বিশ্বসেরা অলরাউন্ডার পিছিয়েছেন দুই ধাপ, এখন আছেন ৪৪ নম্বরে।
এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পেছালেও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এখনো শীর্ষেই আছেন সাকিব। তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ৩২৪। এ তালিকায় সাকিবের পরেই আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। তাঁর রেটিং ৩১০।
এদিকে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন শীর্ষে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে নিজের রেটিং পয়েন্ট আর সাত বাড়াতে পারলেই তাকে টপকে যাবেন ভারতের শুভমান গিল।
এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে এখনো এক নম্বরেই আছে অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড। তাঁর নিশ্বাস দুরত্বে ২ পয়েন্টে পিছিয়ে আছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।