এছাড়াও, ‘স্টিল ফ্রন্টিয়ার’, ‘সাবসেট হিট’, ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’, ‘ট্রপিক্যাল হিট’সহ বেশ কয়েকটি অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয় করেছেন এ হলিউড অভিনেতা। শিশু থেকে বৃদ্ধ এমন কাউকে পাওয়া যাবে না, যে কিনা টারজান দেখেনি কিংবা টারজানের গল্প শোনেনি। তখন আমার বয়স তখন পাঁচ কিংবা ছয়। বাবা একদিন রাতে আমাকে টারজানের গল্প বলেন। শোনার পর বেশ কৌতূহল জাগে। বাবা আমার কৌতূহল দেখে টারজানের একটা সিডি এনে দেন। সেই থেকে শুরু। এখনো মাঝে মাঝে সময় পেলেই টারজান দেখি। এমনকি মাঝে মাঝে পরিবার অন্য সদস্যদের সঙ্গে নিয়েও টারজান দেখা হয়। হঠাৎ জানতে পারলাম, টারজান খ্যাত অভিনেতা জো লারা আর নেই। সিএনএনের সংবাদে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় সাত আরোহীকে নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।