আম্পায়াররা ভুল সিদ্ধান্ত দিয়ে এবং পক্ষপাতদুষ্ট আচরণ করে পার পেয়ে যাবেন, তা ভাবার কোন কারণ নেই । আজ শনিবার বিসিবি সভাপতির বাসায় বোর্ডের উচ্চ পর্যায়ের অনির্ধারিত ও অনানুষ্ঠানিক সভায় শুধুই যে সাকিব আল হাসানের বিষয় নিয়ে কথা হয়েছে, তা নয়। আরও কিছু আনুসাঙ্গিক বিষয় নিয়েও বিসিবি সভাপতি বোর্ড পরিচালকদের সাথে খোলামেলা আলাপ করেছেন। চলতি প্রিমিয়ার লিগে আম্পায়ারিং নিয়ে ক্লাবগুলোর অভিযোগের সুষ্ঠু তদন্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
এবারের প্রিমিয়ার লিগে কোন কোন ম্যাচে পক্ষপাতদুষ্ট ও ভুল আম্পায়ারিং হয়েছে এবং কোন কোন ক্লাব তার শিকার হয়েছে- সেসব খুঁটিয়ে দেখা হবে। আজ শনিবার জাগো নিউেজের সাথে আলাপে এ তথ্য জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, যেহেতু আম্পায়ারিং নিয়ে কয়েকটি ক্লাবের অভিযোগের খবর চাওর হয়েছে, তাই আমরা চাই বিষয়গুলো খুঁটিয়ে দেখতে। এজন্য ৫ জনের একটি কমিটি করে দেয়া হয়েছে। এই কমিটি ১৫ জুন বোর্ড সভার আগে ক্লাবগুলোর সাথে কথা বলবেন। জানবেন তাদের কার কোন দিন কোন ক্লাবের সাথে খেলায় আম্পায়ারিং নিয়ে কোন অসন্তোষ আছে কি না? তা জেনে রিপোর্ট করা হবে এবং তা খুঁটিয়ে দেখা হবে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা।
চার বোর্ড পরিচালক জালাল ইউনুস, নাঈমুর রহমান দুর্জয়, কাজী ইনাম, শেখ সোহেলের সঙ্গে দেশের সিনিয়র মোস্ট ম্যাচ রেফারি রকিবুল হাসান রয়েছেন ওই ৫ সদস্যের কমিটিতে।
সন্ধ্যায় বিসিবি বোর্ড সভাপতি নাজমুল হাসানের বাসভবনে সংবাদ মাধ্যমের সামনে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদও এই কমিটির কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘বোর্ড সভাপতি আমাদের ডেকেছিলেন, আমি এবং জালাল ইউনুস ভাই কথা বলেছি। উনি এটা নিয়ে ভাবছেন এবং পুরো বিষয় জানতে চেয়েছেন। উনি এই ঘটনার মূল কারণ জানতে চান। তিনদিন পর আমাদের বোর্ড মিটিং আছে। তার আগেই উনি তদন্ত করতে বলেছেন।’
‘একটা কমিটি করে দিয়েছেন, সেই কমিটিতে আছি, জালাল ভাই আছেন, দুর্জয় আছেন, শেখ সোহেল আছেন এবং প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান আছেন। আমরা সব ক্লাবের ম্যানেজার এবং অধিনায়কদের নিয়ে বসব আগামী দুই দিনের মধ্যে। যদি ডিপিএলের খেলার কোনো ইস্যু, পরিস্থিতি, সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থাকে আমরা সেটা শুনবো। উনি একটা পরিপূর্ণ রিপোর্ট চান।’