বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে শক্তি বাড়াতে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড নতুন বিদেশি ফুটবলার এনেছে। ইয়াসান উওচিং নামের ২৩ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার শুক্রবার ভোরে ঢাকায় এসেছেন।
ক্যামেরুনের ইয়াসান সর্বশেষ খেলেছেন মিয়ানমার জাতীয় লিগের ক্লাব জোয়েকাপিন ইউনাইটেডে। ক্লাবের জার্সিতে তিনি ১৩টি লিগ ম্যাচ খেলে ৬ গোল করেছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ফুটবল দলনেতা আবু হাসান চৌধুরী জানিয়েছেন, ‘ইয়াসানের প্রথমে কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। নেগেটিভ হলে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।’
মোহামেডান যে চার বিদেশি নিয়ে মৌসুম শুরু করেছিল, তাদের মধ্যে নাইজেরিয়ান মিডফিল্ডার আবিওয়ালা নুরাতকে ছেড়ে দিয়েছে। তার পরিবর্তে সাদা-কালোরা ক্যামেরুনের এই অ্যাটাকিং মিডফিল্ডারকে এনেছে।
এর বাইরেও মোহামেডান স্থানীয় খেলোয়াড় নেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বসুন্ধরা কিংসের মিডফিল্ডার রবিউল হাসানকে ধারে খেলতে দেখা যাবে মোহামেডানে।