পুরোনো দিনের গৌরব হারানো ম্যানচেস্টার সিটি, সদ্য ঘুরে দাঁড়ানো চেলসি আর ঐতিহ্যবাহী নিউক্যাসল ইউনাইটেড শেষ দিনে জয় কিংবা ভাগ্যের সহায়তায় ইউরোপ সেরার মঞ্চে জায়গা করে নিয়েছে। আর ম্যানচেস্টার ইউনাইটেড হতাশা সঙ্গী করেছে অ্যাস্টন ভিলাকে। সামান্য এক পয়েন্টের ব্যবধানে স্বপ্নভঙ্গ হলো ২০২৫-২৬ চ্যাম্পিয়নস লিগ খেলার।
অন্য ম্যাচে চেলসির প্রত্যাবর্তন। দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরছে তারা। নতুন কোচ এনজো মারেসকার অধীনে গড়া দলটি শেষ দিনে নটিংহ্যাম ফরেস্টকে ১-০ গোলে হারিয়ে চতুর্থ হয়ে ইউরোপ সেরার মঞ্চে টিকিট নিশ্চিত করে। ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ ডিফেন্ডার লেভি কোলউইল। কঠিন এক মৌসুম পেরিয়ে অবশেষে নতুন আশা নিয়ে সামনে তাকাচ্ছে ব্লুজরা।
আরেক ম্যাচে ভাগ্য ভরসায় নিউক্যাসল টিকিট নিশ্চিত করেছে ইউরোপ সেরার মঞ্চে। নিজেদের ম্যাচে এভারটনের কাছে ১-০ গোলে হেরে গেলেও ভাগ্য সহায় ছিল নিউক্যাসলের। কারণ, প্রতিদ্বন্দ্বী অ্যাস্টন ভিলা হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে।
দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করে তারা। এই মৌসুমে তারা লিগ কাপ জিতে দীর্ঘ ৭০ বছরের ট্রফি খরা কাটিয়েছে, এবার ইউরোপেও নিজেদের জানান দেওয়ার সুযোগ পাচ্ছে।
তবে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর রাতে ম্যানইউর কাছে হতাশা ও লাল কার্ডের খেসারতে ভিলার স্বপ্নভঙ্গ হয় চ্যাম্পিয়ন্স লিগ খেলার। ম্যাচের প্রথমার্ধেই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর একবার গোল করলেও তা বাতিল হয় ফাউলের জন্য। ঠিক তার পরেই আমাদ দিয়ালো এবং ক্রিশ্চিয়ান এরিকসনের গোলে ২-০ ব্যবধানে হারে তারা। এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন্স লিগে যেতে পারত তারা। অথচ শেষ হলো ইউরোপা লিগে সান্ত্বনা নিয়ে।
অন্যদিকে,প্রিমিয়ার লিগের শিরোপার মঞ্চ আগেই তৈরি ছিলো লিভারপুলের। চ্যাম্পিয়ন লিভারপুল নিজেদের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ গোলে ড্র করে। মোহাম্মদ সালাহ গোল করে মৌসুম শেষ করেন ২৯টি গোল নিয়ে, ছুঁয়েছেন অ্যালান শিয়ারার ও অ্যান্ডি কোলের রেকর্ড।