প্রথম দফায় ৩৭১ ইউনিয়ন পরিষদে আগামী ১১ এপ্রিল ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৩০টিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে। বাকিগুলোতে সনাতন পদ্ধতিতে ব্যালটে ভোট হবে। বুধবার (৩ মার্চ) কমিশন সভা শেষে এই তফসিল ঘোষণা করেন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
নির্বাচনে যারা অংশ নিতে চান আগামী ১৮ মার্চের মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৪ মার্চ পর্যন্ত। পৌর নির্বাচনের মতো তৃণমূলের এই আসনগুলোতেও ধাপে ধাপে ভোট করতে চায় নির্বাচন কমিশন। ইসি সচিব বলেন, ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। সময় এখনও আছে। এখনই আমরা কিছু বলতে চাই না। আমরা যেটা বলতে চাই, আমরা সবাইকে নিয়ে ইলেকশন করতে চাই।