শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে বাণিজ্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাবি কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী সিয়াম উদ্দিন বলেন, ‘পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্ন মোটামুটি সহজ ছিল এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত বছর আমরা যেমন ভিড় দেখেছিলাম, এবার তেমন ভিড় ছিল না। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রাম এবং পানির ব্যবস্থা ছিল, যার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।’
অভিভাবক মোছা. হালিমা খাতুন বলেন, ‘আগে তীব্র যানজট ও অতিরিক্ত ভিড়ের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো পৌঁছাতে পারত না। কিন্তু এবার পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ায় চাপ অনেকটাই কমেছে। রাজশাহীতেও পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। আমি মনে করি, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালু রাখা উচিত।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও—ঢাকা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিভাগের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের পরীক্ষা রংপুর বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এবং দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে, খুলনা বিভাগের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।