ফুকুওয়ার টকাই বিশ্ববিদ্যালয়ে সাঁতার সকার ফেস্টিভ্যালে অংশ নিতে প্রথমবারের মতো জাপান সফরে গেল বিকেএসপি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ১৬ ফুটবলার ও দুই কোচ জাপানের উদ্দেশে দেশ ছেড়েছেন। ১৪-১৬ আগস্ট টানা তিনদিন একটি করে ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই সফর সম্পর্কে দলের কোচ হাসান আল মাসুদ বলেন, এটা বিকেএসপির ফুটবলারদের জন্য দারুণ সফর হবে। জাপানে খেলার মাধ্যমে আমাদের ফুটবলারদের বিশেষ অভিজ্ঞতা অর্জন হবে যা তাদের ক্যারিয়ারে বাড়তি মাত্রা আনবে।
জাইকার মাধ্যমে বিকেএসপিতে ফুটবল প্রশিক্ষণ করান জাপানি কোচ কাই তাগুচি। তিনিই বিকেএসপি এই টুর্নামেন্টের সন্ধান দিয়েছেন। এর আগে ভারতের সুব্রত কাপেই কেবল অংশ নিত বিকেএসপির শিক্ষার্থীরা। এবার সেই মোড়ক থেকে বেরিয়ে বিশ্বকাপ খেলা দেশ জাপানের এক টুর্নামেন্টে অংশ অংশগ্রহণ করছে বিকেএসপি।
এনিয়ে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম, আমাদের ফুটবলারদের মান উন্নয়ন প্রয়োজন। উন্নত দল ও প্রতিযোগিতামূলক পরিবেশে আমাদের শিক্ষার্থীরা খেলতে পারলে সেটা অনেকটাই সহায়ক হবে। এ জন্য জাপানে পাঠানো হয়েছে। জাপানে পাঠানো ব্যয়বহুল সেটা আমরা বিকেএসপি থেকেই সম্পূর্ণ অর্থায়নে করেছি। এই প্রতিযোগিতায় ভালো করলে আবার সামনেও পাঠানো হবে।