নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে খুব কম ভোট পড়লেও দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হওয়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট কাস্ট ভালো হয়েছে। এক্ষেত্রে পৌরসভাগুলোতে ৫০ থেকে ৮০ শতাংশের মতো ভোট পড়েছে।
সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভোটার উপস্থিতির বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ঢাকার ব্যাপারে যেটি বলা হয়, সেটি খুবই কম। তবে সঠিক কত শতাংশ সেটা আমরা পাইনি। খুবই কম ভোট পড়েছে। ধারণা করা হচ্ছে ১২ থেকে ১৩ শতাংশ হতে পারে সর্বোচ্চ ১৪ থেকে ১৫ শতাংশ ভোট পরতে পারে। তবে পৌরসভাগুলোতে সর্বোচ্চ ৮০ শতাংশ ভোট পরেছে, সর্বনিম্ন ৫০ শতাংশ।
নির্বাচনের যে ভোট পড়েছে সে ব্যাপারে আপনারা সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে আলমগীর বলেন, আসলে সন্তুষ্ট কি, আমরা চাই একটি সুষ্ঠু ভোট হোক। ভোটাররা কেন যায়নি, তার অনেক কারণ থাকতে পারে। সেটা আমি জানি না বা বলাও ঠিক হবে না।