অডিটোরিয়াম নির্মাণে দুর্নীতির আশ্রয় নিয়ে ৪৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভোলার লালমোহন পৌরসভার মেয়র ও নির্বাহী প্রকৌশলীসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৪ জুলাই) বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক রাজ কুমার সাহা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন।
আসামিরা হলেন- লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম (তুহিন), নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বণিক, উপ-সহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন ও মেসার্স রিয়াজ স্টোরের মালিক মো. কামাল হোসেন রিয়াজ।
আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে লালমোহন পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের উত্তর বাজারস্থ লালমোহন পৌর অডিটোরিয়াম (পার্ট-১, পার্ট-২ ও পার্ট-৩) এর নির্মাণ কাজ যথাযথভাবে সম্পাদন না করে সরকারি ৪৩ লাখ ৮৮ হাজার ৯১২ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এজাহার সূত্রে আরও জানা যায়, ২০১৯-২০২০ অর্থবছরে ভোলা জেলার লালমোহন পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের উত্তর বাজারস্থ লালমোহন পৌর অডিটোরিয়াম (পার্ট-১, পার্ট-২ ও পার্ট-৩) এর নির্মাণ কাজটি দরপত্রের মাধ্যমে ২০২০ সালের মার্চ মাসে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স রিয়াজ স্টোর পায়। অনিয়মের অভিযোগ ওঠার পর দুদক অনুসন্ধানে নামে। অনুসন্ধানের এক পর্যায়ে গণপূর্ত বিভাগ থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি নিরপেক্ষ প্রকৌশলী টিম অডিটরিয়াম নির্মাণ কাজের পরিমাপ গ্রহণ করেন।
গণপূর্ত টিমের সরেজমিন পরিদর্শনে সম্পাদিত কাজের মূল্য পাওয়া যায় ১ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকা। বিপরীতে বিল দেওয়া হয়েছে এক কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৯১৯ টাকা। অর্থাৎ ৪৩ লাখ ৮৮ হাজার ৯১২ টাকা বেশি বিল উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করেছে আসামিরা।
মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।