পোলিশ সীমান্তের নিকটবর্তী ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে বিমান হামলা শুরু করেছে রাশিয়া। লিভিভে অবস্থিত সামরিক ঘাঁটিটিতে আটটি ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনীয় প্রশাসন।
এক বিবৃতিতে ইউক্রেনীয় প্রশাসন জানায়, ‘‘আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’’
হামলাস্থল থেকে পোলিশ সীমান্তের দূরত্ব ২৫কিমি এরও কম। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ১৮ দিনে দেশটির সমগ্র পূর্বাঞ্চল দখলে নিয়েছে মস্কো। ১১ মার্চ থেকে পশ্চিমাঞ্চলেও চলছে হামলা।
পশ্চিমমুখী অগ্রসরনকে যুদ্ধে ‘নতুন মোড়’ বলে অভিহিত করছে বিশ্ব গণমাধ্যমগুলো। দখলের দ্বারপ্রান্তে রয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। কিয়েভের মেয়র জানিয়েছেন, শহরের অর্ধেক মানুষ চলে গেছেন। শহর এখন দুর্গের চেহারা নিয়েছে। শহরের মানুষ প্রতিজ্ঞা করেছেন যে, তারা কিছুতেই রুশ সেনাকে কিয়েভ অধিকার করতে দেবেন না।