ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের হাত কামড়ে হালিম মিয়া নামে এক আসামি পালিয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাসুদ হত্যা মামলার প্রধান আসামি হালিম মিয়া । তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রতনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মারুফ বলেন, পুলিশ অভিযান চালিয়ে হালিম মিয়াকে গ্রেপ্তারের পর হাতে হাতকড়া পড়ানোর সময় এএসআই আসরাফুল আরিফের হাতে কামড় দিয়ে সে পালিয়ে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, হাতকড়া লাগানো সময় এক আসামি পালিয়ে যাওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে আছি। আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করায় বিজয় মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।