চাঁদপুরে পুলিশের ধাওয়ায় পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ জেলে শাকিল হোসেন বেপারীর (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলার আচকা বাজার এলাকায় তার ভাসমান মরদেহ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।
নিহত জেলে শাকিল হোসেন বেপারী চাঁদপুর সদর উপজেলার গোয়াল নগর এলকার রহিম বেপারীর ছেলে
ওসি কামরুজ্জামান বলেন, গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীরচর এলাকায় পদ্মা নদীতে এক দল জেলেকে ১০-১২টি নৌকাযোগে মাছ ধরতে দেখে পুলিশ। তাদেরকে ধরতে অভিযান পরিচালনাকালে তারা পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে জেলেরা এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপ করে আমাদের স্পিডবোটের কাছে এসে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। পরে ধাওয়া করে আমরা সাতজনকে আটক করি। এ সময় শাকিল হোসেন বেপারী নামে এক জেলে পালানোর জন্য নদীতে ঝাঁপ দেন।
তিনি আরও জানান, শাকিল পালানোর জন্য চলন্ত নৌকা থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর নৌকার ইঞ্জিনের পাখার আঘাতে জখম হয়ে পানিতে ডুবে যান। বুধবার বিকেলে সদর উপজেলার আচকা বাজার নামক এলাকায় তার মরদেহ ভাসতে দেখে নৌ পুলিশকে জানান স্থানীয়রা। পুলিশ তাৎক্ষণিক তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।
এ বিষয়ে রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ হজরত আলী বেপারী বলেন, নিহত শাকিল নিবন্ধিত জেলে কিনা আমার জানা নেই। তবে তার বাবা রহিম বেপারী নিবন্ধিত জেলে।