চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় নির্বাচনে হেরে পুলিশের ওপর হামলার ঘটনায় ৯৩ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে আসামিরা চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিচারক হুমায়ুন কবির তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে উচ্চ আদালত থেকে আসামিরা চার্জশিট এবং পুলিশ রিপোর্ট না দেওয়া পর্যন্ত জামিন পেয়েছিলেন। তবে সেই জামিন এবার বাতিল করলেন নিম্ন আদালত।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. আবুল কালাম সাহিদ বলেন, চলতি বছরের ৬ জানুয়ারি ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর গ্রামবাসী হামলা চালায়। এতে ৫ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে।
উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৫৫৯ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন শরিয়ত আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম মনি মোরগ প্রতীকে ৫৪৫ ভোট পান। নির্বাচনে পরাজিত প্রার্থী মনিরুল ইসলাম মনি ও আব্দুল কুদ্দুস সেরাতাল এবং তাদের লোকজন বিজয়ী প্রার্থীর বাড়িতে হামলার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ৬ জানুয়ারি শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে বিজয়ী প্রার্থী শরিয়তের বাড়ির দিকে এগিয়ে যায়। শরিয়তের বাড়িতে যাওয়ার আগেই হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় তারা পুলিশের ওপর হামলা করে। এতে ৫ জন পুলিশ সদস্য আহত হন।