চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম খান ইউপি চেয়ারম্যান পদে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। খান বংশের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা হিসেবে তাকে স্বর্ণের নৌকা প্রদান করা হয়। শুক্রবার (৫ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর ইউনিয়নের ইসমাইল খান বাড়ি প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। এ সময় বক্তব্য দেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন চেয়ারম্যান মো. সেলিম খান।
ইউপি চেয়ারম্যান সেলিম খান বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে বিগত সময়ে যেভাবে এলাকার উন্নয়ন করেছি, আগামীতেও এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দিতে চাই।’ সেলিম খান আরও বলেন, ‘আমার ইউনিয়নে কোনো মাদকসেবীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। মাদকের সঙ্গে যারা জড়িত থাকবেন ও তাদের যে সহযোগিতা করবেন, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। খান বংশের অনেক সুনাম রয়েছে। এ সুনাম আমরা ধরে রাখতে বদ্ধপরিকর।’
বাড়ির মুরুব্বি সৈয়দ আহম্মেদ রতন খানের সভাপতিত্বে এবং মোজাম্মেল হক মাসুদ খান ও মিজানুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মজিবুর রহমান খান, মোহাম্মদ আলী খান, মিজানুর রহমান খান, রাশেদ খান, শাহাদাত খান, শামীম খান, মহিউদ্দিন খান, লিটন খান প্রমুখ।বংশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে খান বংশের পক্ষে স্বর্ণের নৌকাটি তুলে দেন হাজি আ. গফুর খান, আতিক উল্লাহ খান, হাশেম খান, মনির হোসেন খান, বাতেন খান, সলেমান খান, রতন খান, বাচ্চু খান, মজিবুর রহমান খান, দুলাল খান প্রমুখ।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ জানুয়ারি ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যে চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় ১২ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানসহ ১৩ জনকে নির্বাচিত ঘোষণা করেন।