ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের কৌশোরের আভা থাকতেই ঝলক দেখিয়ে জিতে ফেলেছেন বিশ্বকাপ। এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপে জিতেছেন সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট। অপরদিকে পিএসজির হয়ে জিতেছেন ঘরোয়া লিগের সব ট্রফি। যা অনেক বড় বড় তারকা ফুটবলাররা এক জীবনেও জিততে পারেন না। আর এবার ফারাসি লিগে স্পর্শ করলেন নতুন মাইলফলক।
শনিবার ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে লাঁসকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। দলের জয়ের দিনে রেকর্ড গড়ার আনন্দে মেতেছেন কিলিয়ান এমবাপে। এদিন ম্যাচের ৩১ তম মিনিটে ফরাসিদের এগিয়ে দেন এমবাপে। আর এই গোলের মধ্যদিয়ে পিএসজির হয়ে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন তিনি।
এর আগে পিএসজির জার্সিতে ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে ২০০ লিগ ম্যাচে ১৩৮ গোল করেছেন এডিসন কাভানি। অন্যদিকে এমবাপে ২০১৭ সালে প্যারিসে যোগ দেওয়ার পর ১৬৯ তম লিগ ম্যাচে ১৩৯ তম গোল করে এই ফরাসি ফরোয়ার্ড সাবেক সতীর্থ এডিসন কাভানির চেয়ে এক ধাপ এগিয়ে স্পর্শ করলেন নতুন মাইলফলক।
অপরদিকে লাসের বিপক্ষে জয়ে ফরাসি লিগ ওয়ানে ৯ পয়েন্টএ এগিয়ে থাকল পিএসজি। ৩১ ম্যাচে ২৩ জয় ও ৩ ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। আর সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে লাঁস।