পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হয়েছে । গত রবিবারের ফাইনালে মুলতান সুলতানসকে ৪২ রানে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে লাহোর কালান্দার্স। শেষ হওয়া এবারের পিএসএল নাকি সবচেয়ে বেশি ব্যবসা সফল। এমন দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।
পিসিবি চেয়ারম্যান মনে করেন এবারের পিএসএল যেমন একদিকে দর্শক টানতে সফল হয়েছে,অন্যদিকে টাকার অঙ্কেও টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে লাভ হয়েছে ।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, ‘কোনো সন্দেহ নেই যে এবারের আসর দুর্দান্ত সফল হয়েছে। কারণ, আমরা লাহোর ও করাচি দুই মাঠেই প্রতি ম্যাচে অসাধারণ দর্শকের দেখা পেয়েছি। আমি আমার পেশাদারি জীবনে এমন অসাধারণ, উদ্দীপ্ত, রোমাঞ্চপ্রিয়, ক্রিকেটপ্রেমী দর্শক দেখিনি। বিশেষ করে লাহোরে।’
এরপর ফ্রান্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্টের ব্যবসা সফল হওয়ার দিকে ইঙ্গিত দেন রমিজ। ‘এইচবিএল পিএসএলের লাভ বেড়ে ৭১ শতাংশ হয়েছে, যা ইতিহাসে সবচেয়ে বেশি। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি ৯০ কোটি পাকিস্তানি রুপি পেয়েছে। এত বেশি অর্থ এর আগে পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি পায়নি।’
আগামী মৌসুম থেকে কোয়েটা, পেশোয়ার, মুলতানসহ দেশের অন্যান্য শহরে পিএসএল আয়োজন করার ব্যাপারে বোর্ড আগ্রহী বলে জানান রমিজ।
উল্লেখ্য, পিএসএলের সপ্তম আসরের সব কয়টি ম্যাচ লাহোর আর করাচি দুই শহরে হয়েছে।