রেজাউল করীম বলেন, পিআর পদ্ধতিতে সকল দলের প্রতিনিধিত্ব হবে, যা একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে সহায়ক হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে ইসলামি আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, দেশে ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের প্রভাব এখনও রয়ে গেছে, যা দেশের অস্থিতিশীলতার কারণ। তাই রাজনৈতিক দলগুলোকে নিজেদের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি শিষ্টাচার বজায় রাখতে হবে, যাতে পতিত ফ্যাসিবাদের কোনো সুযোগ না থাকে।
চরমোনাই পীর আরও বলেন, ৫ আগস্টের পর রাষ্ট্র কাঠামো, আইন ও রাজনৈতিক সংস্কারের বিষয়ে ঐকমত্য হয়েছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতিতে এখনো পর্যাপ্ত পরিবর্তন আসেনি। রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি ও সন্ত্রাস কমেনি বরং কিছু ক্ষেত্রে বেড়েছে।
তিনি বলেন, জনগণের এই প্রতিবাদকে রাজনৈতিক ইস্যু বানিয়ে তা আড়াল করার চেষ্টা করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সকলে একযোগে কাজ করতে হবে।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সহ-সভাপতি ও সংসদ প্রার্থী মাওলানা নাজিরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মশিউর রহমানসহ বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।