ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করুন এবং সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এটাই শেষ সময়, মেনে নিন। মেনে না নিলে পালাবারও পথ খুঁজে পাবেন না।
বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সভায় বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দি দিবস উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপির শীর্ষ এই নেতা বলেন, নির্মলেন্দু গুণের কবিতা মনে পড়ে ‘কোনদিকে যাবে? কোথায় পালাবে তুমি? পূর্বে নিশ্চিত সূর্য, পশ্চিমে শত্রুর সীমান্তে অবরোধ, বাংলাদেশে বর্বরতার নিশ্চিত কবর।’ কোনোদিকে পথ নেই তোমাদেরও (আওয়ামী লীগ)। কোনোদিকে পথ থাকবে না। পালানোর আগে এখনই পরিবর্তনটা নিয়ে আসুন, এ সংকট নিরসন করুন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসুন।
বুড়িগঙ্গার গন্ধকে ছাড়িয়ে দুর্নীতির গন্ধ এখন বাতাসে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, আজকে আওয়ামী লীগ সরকার আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে। সবচেয়ে বড় যে ক্ষতি করেছে ১৯৭১ সালে এই মার্চ মাসে স্বাধীনতার যুদ্ধ শুরু করেছিলাম। সেই মার্চ মাসে আজকে আমাদের বলতে হচ্ছে তারা যে সবচেয়ে বড় ক্ষতি করেছে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, গণতন্ত্রের যে স্বপ্ন, তারা যে নির্বাচনের মধ্যদিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চায়- সেটা তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।
ফখরুল বলেন, এই আন্দোলন শুধু বিএনপির একার নয়, এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছি এবং সেখানে আজকে বাম আছে, ডান আছে, মধ্যপন্থী রয়েছে। সকলে মিলে আমরা আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম শুরু করেছি।
সরকার প্রথম থেকেই অনেক ষড়যন্ত্র করে আসছে দাবি করে তিনি বলেন, এরা একটি পর একটি ষড়যন্ত্র করেছে। তাদের একটাই উদ্দেশ্য- বিএনপিকে নির্মূল করে দিতে চায়। বিএনপিকে শেষ করতে চায়। কেন? বিএনপি স্বাধীনতার দল। জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বতন্ত্রীর রাজনীতি, উন্নয়নের রাজনীতি, সমৃদ্ধি রাজনীতি ঘোষণা দিয়েছিলেন পথ দেখিয়েছিলেন এবং সেই অনুযায়ী কাজ করেছেন। আর সেটা ধারণ করেছেন বেগম খালেদা জিয়া।
বিএনপি মহাসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় আয়োজিত ওই সভায় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমুর রহমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।