বিবাহিত নারীদের সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস ওয়ার্ল্ড’-এর মুকুট জিতলেন ভারতীয় প্রতিযোগী সারগাম কৌশল। ৬৩ দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই জয়ী হয়েছেন তিনি। এর মাধ্যমে ২১ বছর পর কোনো ভারতীয় এই প্রতিযোগিতায় বিজয়ী হলেন।
এর আগে ২০০১ সালে ‘মিসেস ওয়ার্ল্ড’-এর বিজয়ী হয়েছিলেন অদিতি গোবিত্রিকর। এ দিন সরগমকে অভিনন্দন জানিয়ে অদিতি গোবিত্রিকর ইনস্টাগ্রামে লেখেন, ‘অন্তর থেকে অভিনন্দন। যাত্রার অংশ হতে পেরে খুব খুশি। ২১ বছর পর এই মুকুট ভারতে ফিরে এসেছে।’
শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ওয়েস্টগেট লাস ভেগাস হলে আয়োজিত হয়েছিল ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। যেখানে বিজয়ীর খেতাব পেয়েছেন, মিসেস সারগাম কৌশল। প্রথম রানার-আপ হয়েছেন মিসেস পলিনেশিয়া এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন মিসেস কানাডা।
বিজয়ীর মুকুট পরার পর জম্মু ও কাশ্মীরের বাসিন্দা সারগাম কান্নায় ভেঙে পড়েন এবং তিনি নিজেই একটি ভিডিও শেয়ার করে বিশ্বের বুকে নিজের নাম নথিভুক্ত হওয়ার পর কতটা উচ্ছ্বসিত ছিলেন তা বর্ণনা করেন।
মিসেস কৌশল পেশাগত দিকে একজন শিক্ষিকা। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। এর আগে ভিজহাগে একজন শিক্ষিকা হিসেবে কাজ করেছেন তিনি। তার স্বামী একজন ভারতীয় নৌবাহিনীর আধিকারিক।
এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পিয়া বিপাশা। যদিও তিনি কোনো সুখবর বয়ে আনতে পারেননি।
মিসেস ওয়ার্ল্ড বিবাহিত নারীদের জন্য প্রথম সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, রোমানিয়া, মেক্সিকো, জাপান, ফিলিপাইন, ভারত, ইউক্রেন, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া প্রভৃতি দেশের বিবাহিত সুন্দরী নারীরা। গত বছর ‘মিসেস ওয়ার্ল্ড–২০২১’ নির্বাচিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের শেলিন ফোর্ড।