আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার হোসেন্দি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। একই স্থানে পাকুন্দিয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ফুটবল খেলার আয়োজন করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে কুমারপুর এলাকায় একটি কিন্ডারগার্টেন স্কুলে সম্মেলনের আয়োজন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিকেল সাড়ে ৩টায় কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিনের উপস্থিতিতে পুলিশ সম্মেলনে বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিন অভিযোগ করে বলেন, পুলিশ রফিকুল ইসলাম রেনুর পক্ষে অবস্থান নিয়ে বিনা উসকানিতে অনুষ্ঠান বানচালের চেষ্টা করে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়।