পাকিস্তানের তিন সংস্করণে অধিনায়কের পদ থেকে বাবর আজমের পদত্যাগের ঘন্টা দেড়েক পরই নতুন অধিনায়ক ঘোষণা করে পিসিবি। টেস্টের দায়িত্ব দেওয়া হলো ব্যাটসম্যান শান মাসুদকে, টি-টোয়েন্টির নেতৃত্ব পেলেন ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। আর মিকি আর্থারের জায়গায় টিম ডিরেক্টর করা হয়েছে কিছুদিন আগেও টি-টোয়েন্টি খেলা মোহাম্মদ হাফিজকে। এক বিবৃতিতে বিষটি নিশ্চিত করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এর আগে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ সদ্য সাবেক অধিনায়ক বাবর আজম ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে বিদেশী কোচিং প্যানেলের ওপর অনাচ্ছা প্রকাশ করেন তিনি। পরে এক বিবৃতিতে পিসিবি জানায়, সকল কোচিং স্টাফকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো। তবে কাউকে অব্যাহতি দেয়া হয়নি, শুধুমাত্র তাদের দায়িত্ব পরিবর্তন করা হচ্ছে।
পিসিবি জানিয়েছে, কোচদের পোর্টফোলিও পরিবর্তন করা হয়েছে, সকল কোচ জাতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করবেন। মোহাম্মদ হাফিজ নতুন দায়িত্বে আসার দিনে পিসিবি আরো জানায়, আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের আগে খুব শিগগির-ই জাতীয় দলের নতুন কোচিং প্যানেল ঘোষণা করা হবে।
আপাতত অবশ্য ওয়ানডে খেলাও নেই পাকিস্তানের। আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে তারা খেলবে তিনটি টেস্ট। এরপর জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে খেলবে পাঁচটি টি-টোয়েন্টি। তাই ওয়ানডে অধিনায়ক কে হবেন, সে সিদ্ধান্ত পরে নেয়া হবে বলে জানিয়েছে পিসিবি।