টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় দল কিংবা ছোট দল বলতে কিছু নেই। প্রায় সময়েই মাঝারি দলগুলো বড় দলগুলোকে হারাচ্ছে। তাই আয়ারল্যান্ডকেও হালকাভাবে নিচ্ছে না ভারত। নিজেদের প্রথম ম্যাচে সদ্যই পাকিস্তানকে হারানো আয়ারল্যান্ডের বিপক্ষে নামার আগে তাই যথেষ্ট সচেতন ভারতের কোচ রাহুল দাবিড়।
দ্রাবিড় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন প্রস্তুতি নেই, তেমনটাই নিচ্ছি। এখানে প্রস্তুতিতে ঘাটতি দেওয়ার সুযোগ নেই। আমরা জানি আয়ারল্যান্ড সম্প্রতি পাকিস্তানকে হারিয়েছে। তারা প্রচুর টি-টোয়েন্টি ক্রিকেট খেলে। এই ফরমেটে কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। আমরা তাদেরকে ছোট করে দেখছি। তাদেরকে সমীহ করেই আমরা খেলবো।’
টুর্নামেন্টে ভ্রমণ জটিলতা নিয়ে ইতোমধ্যে কিছু দেশ অভিযোগ জানিয়েছে আইসিসিতে। দ্রাবিড় বলেন, ‘সবারই একইরকম সূচি। হ্যাঁ, এটা সত্য যে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে খুব দ্রুতই ভ্রমণ করতে হচ্ছে, যা বেশ চ্যালেঞ্জিং। তবে আমার কোন অভিযোগ নেই, কেননা এটা সবার জন্যে একই। সবার যেখানে এতবার এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে হচ্ছে, তাহলে আমাদের মানিয়ে নিতে সমস্যা কোথায়! আমাদেরকে সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৫ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ভারত।