রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘ ১২ বছর ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হচ্ছে কেবলমাত্র আইসিসি ইভেন্ট কিংবা এশিয়া কাপের মতো টুর্নামেন্টে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যার ঘটনায় দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হলেও আসন্ন এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বিসিসিআই।
গত ২৬ জুলাই এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়। এবারের আসরে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমানকে। সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। যদিও এখনো ম্যাচের ভেন্যু চূড়ান্ত হয়নি।
সূচি প্রকাশের পর থেকেই ভারতীয় ক্রিকেট অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত সরাসরি পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে, সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের মতে, ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন না করাই উচিত হবে।
তবে বিসিসিআই-এর এক কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, এই ম্যাচ বাতিলের কোনো সুযোগ নেই। এসিসি’র (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সভায় সবার সম্মতিতেই সূচি চূড়ান্ত করা হয়েছে। কাগজে-কলমে ভারত আয়োজক হলেও এখন কিছু পরিবর্তনের অবকাশ নেই।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অবশ্য মত দিয়েছেন খেলাধুলা চালিয়ে নেওয়ার পক্ষে। তিনি বলেন, পেহেলগামের ঘটনা অনাকাঙ্ক্ষিত, কিন্তু অতীত ভুলে খেলাধুলা চালিয়ে যাওয়া উচিত।
এর আগে, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এও ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়েছিল ভারতের শিখর ধাওয়ান ও যুবরাজ সিংয়ের অনুরোধে। ধাওয়ান এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছিলেন, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় পাকিস্তানের বিপক্ষে না খেলার জন্য তিনি সতীর্থদের আহ্বান জানিয়েছেন।
কবে মাঠে ফিরছেন জানালেন তামিম নিজেই
সবকিছু ছাপিয়ে, এশিয়া কাপ ২০২৫-এর সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর — যদি না কোনো চূড়ান্ত অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়।