এক যুগেরও অধিক সময় পর আন্তর্জাতিক ক্রিকেটের সাক্ষী হলো রাজশাহী। আজ শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মুখোমুখি হয় জুনিয়র টাইগাররা। এর মধ্যে দিয়ে ১৩ বছর পর রাজশাহীর মাঠে বল গড়াল আন্তর্জাতিক ক্রিকেটের। এর আগে ২০১০ সালে সাউথ এশিয়ান গেমসে চারটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ পায় এই বিভাগীয় স্টেডিয়াম। এরপর দীর্ঘ এক যুগের বেশি সময় পেরোতে চললেও আর কোনো আন্তর্জাতিক দলকে আতিথেয়তার সুযোগ পায়নি রেশম নগরী নামে পরিচিত এই বিভাগটি।
সেই অপেক্ষা শেষ হলো আজ। এমন স্মরণীয় দিনে বাংলাদেশের যুবারাও পেয়েছে জয়। আজ আগে ব্যাট করে পাকিস্তানের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের যুবারা জিতেছে ৪ উইকেটে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। রহনতদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন ও পারভেজ রহমান ইমনের দুর্দান্ত বোলিংয়ে ৪১ দশমিক ৪ ওভারে পাকিস্তান গুটিয়ে যায় ১৫৪ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক মির্জা সাদ বেগ। এছাড়া আরাফাত মিনহাস ২৮ ও আলী আসফান্দ করেন ২৭ রান। বর্ষণ ও ইমন নেন তিনটি করে উইকেট। জীবনের শিকার এক উইকেট।
এদিকে পাকিস্তানের দেওয়া লক্ষ্য ২৬ ওভারেই জয় তুলে নেয় তারা। ওপেনার আদিল বিন সিদ্দিক ৩৬ রান করেন। এছাড়া শিহাব জেমস ২৭ ও জিসান আলম করেন ২৪ রান। মাজাহারুল ইসলাম জীবনের ব্যাট থেকে আসে ২১ রান। এতেই ম্যান ইন গ্রিনদের বিপক্ষে জয় তুলে নেয় ৪ উইকেটের।
এর আগে দুই দলের মধ্যকার প্রথম দুই ওয়ানডে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল। দুটি ম্যাচই জিতেছিল পাকিস্তান যুবরা।