গতকালের বিসিসিআইয়ের বোর্ড সভার পর থেকেই আলোচনায় ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক। রোহিত শর্মাদের বোর্ড সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহের বিস্ফোরক মন্তব্যের পর থেকেই উত্তাপ ছড়িয়েছে। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না এমন দাবি করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব। সেই মন্তব্যের জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বর্জনের হুমকিই দিয়ে বসেছে।
আজ জয় শাহর মন্তব্যের বিপরীতে আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়েছে পিসিবি। বুধবার পিসিবির তরফে বলা হয়েছে, ‘আগামী বছরের এশিয়া কাপ পাকিস্তান থেকে নিরপেক্ষ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গে গতকাল (মঙ্গলবার) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ (ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবও) যে মন্তব্য করেছেন, তাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড হতবাক এবং হতাশ হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির পাকিস্তান ক্রিকেট বোর্ডের (আয়োজক) সঙ্গে কোনও আলোচনা না করেই এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিচার না করেই সেই মন্তব্য করা হয়েছে।’
পিসিবির তরফে বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে জয় শাহ যে মন্তব্য করেছেন, তা পুরোপুরি একতরফা। যা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মূল দর্শন এবং স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী। যে কাউন্সিল ১৯৮৩ সালের সেপ্টেম্বরে গঠিত হয়েছিল।’ সেইসঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে বৈঠক ডাকার জন্য এসিসিকে আর্জি জানিয়েছে পিসিবি।
সেইসঙ্গে বাবর আজমদের বোর্ডের তরফে বলা হয়েছে, ‘সার্বিকভাবে এরকম মন্তব্যের প্রভাব এতটাই মারাত্মক হতে পারে যে এশিয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটকে ভেঙে চুরমার করে দিতে পারে। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২৪-২০৩১ সালের চক্রে ভারতে যে আইসিসি প্রতিযোগিতাগুলি হবে, সেখানে পাকিস্তানের অংশগ্রহণের উপর ফেলতে পারে।’
অপরদিকে গতকাল মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সধারণ সভা ছিল। বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর বিসিসিআইয়ের সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জানান, ২০২৩ সালে পাকিস্তানে যে এশিয়া কাপ হওয়ার কথা আছে, তাতে খেলতে যাবেন না রোহিত শর্মার দল। পরিবর্তে এশিয়া কাপ আয়োজনের জন্য নিরপেক্ষ ভেন্যু নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।