পাকিস্তানি রুপির দরপতন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার আন্তঃব্যাংক বাজারে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রার দর কমেছে আরও ১.০৯ রুপি।
স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের (এসবিপি) তথ্য অনুসারে, গতকাল ৩০৪.৪৫ রুপিতে এক ডলার পাওয়া গেলেও আজ এক ডলারে মিলছে ৩০৫.৫৪রুপি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে তিন বিলিয়ন ডলারের বেলআউট প্যাকেজের অধীনে পাকিস্তান আমদানি বিধিনিষেধ শিথিল করায় দেশটির মুদ্রা রুপি ০.৪ শতাংশ দর হারায়। দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্যও পাকিস্তানি রুপির দরপতন অব্যাহত রয়েছে।
পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর দেশটিতে রুপির দরপতন হয়েছে ৪.৬ শতাংশ। আগস্ট মাস পর্যন্ত ডলারের বিপরীতে দেশটির মুদ্রা তার ৬.২ শতাংশ মূল্য হারিয়েছে।
বিনিময় হার এবং আমদানি পরিচালনাকারী ব্যাংকাররা জানিয়েছেন, পাকিস্তানি রুপির ধারাবাহিক অবমূল্যায়ন শুধুমাত্র মুদ্রাস্ফীতি ঘটাচ্ছে না, বরং কেন্দ্রীয় ব্যাংককে স্থানীয় মুদ্রার অনিয়ন্ত্রিত অবমূল্যায়নের প্রভাব প্রশমিত করতে সুদের হার বাড়াতে বাধ্য করছে।
এ বিষয়ে এক শীর্ষ ব্যাংকার বলেছিলেন, মুদ্রার বাজার কারও নিয়ন্ত্রণে নেই। পাকিস্তানি রুপির দরপতন অব্যাহত থাকবে। এমনকি এটা আইএমএফ দ্বারা প্রদত্ত সীমা অতিক্রম করবে।