সম্প্রতি পাইরেসির কবলে পড়েছে ‘সুড়ঙ্গ সিনেমাটি। এতে মুক্তিপ্রাপ্ত অন্য ছবিগুলোর পরিচালক-প্রযোজকরাও শঙ্কিত। শুধু বাংলাদেশে নয়, সিনেমা পাইরেসি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ভারতেও। সম্প্রতি পাইরেসি রোধে তৎপর হয়েছে দেশটির সরকার। পাইরেসি রোধে নিয়েছে বড় উদ্যোগ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সিনেমাটোগ্রাফ সংশোধনী বিল, ২০২৩ আগেই রাজ্যসভায় পাশ হয়েছে। আর সম্প্রতি লোকসভায় পাশ হয়ে গেল সিনেমাটোগ্রাফ (সংশোধনী) বিল। এই বিল আইনে পরিণত হওয়ার পর, সিনেমা হলে বসে সিনেমার ভিডিযও বা রেকর্ডিং করলে কঠোর শাস্তি হবে।
সিনেমা হলে রেকর্ডিং করলে তিন বছর পর্যন্ত জেল এবং আর্থিক শাস্তি হিসেবে সিনেমার প্রোডাকশন খরচের ৫ শতাংশ জরিমানা হিসেবে দিতে হবে। মূলত সিনেমা হলে বসে সিনেমার রেকর্ডিং করেই পাইরেসি হয়ে থাকে। পাইরেসির ফলে প্রযোজক সংস্থাকে বিরাট আর্থিক লোকসানের মধ্যে পড়তে হয়। পাইরেটেড কপি দেখে অনেকেই আর সিনেমা হলে যেতে চান না। তা রুখতেই নতুন আইন।
অভিনেতা ও প্রযোজক দেব বললেন, “বহু যুগ ধরেই ছবির পাইরেসি হয়ে আসছে। শুধু সিনেমা নয়, গানেরও পাইরেসি হতো। তবে এখন তো সাবস্ক্রাইব করে গান শুনতে হয়। এরকম আইন হলে অবশ্যই সিনেমার ইন্ডাস্ট্রির জন্য ভালো খবর।”
এই বিল পাশে দেবের মতো স্বস্তির নিশ্বাস ফেলেছেন ভারতীয় অন্য প্রযোজকরাও। তারা মনে করছেন পাইরেসির কবলে পড়ে এর আগে বিভিন্ন সময় তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ফলে আতংকে থাকেন তারা। এবার এই আতংক কিছুটা হলেও লাঘব হবে।