আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর দেশে ফিরলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দলের সব ক্রিকেটার একসঙ্গে দেশে ফিরেন নি। আগেই জানা ছিল দলের সঙ্গে কয়েক জন সিনিয়র ক্রিকেটার ফিরছেন না। আজ বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে টাইগাররা।
অধিনায়ক তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দলের সঙ্গে ফিরছেন না। এই পাঁচজন ক্রিকেটার সপ্তাহখানেক ইংল্যান্ড থেকে পরে নিজের মত করে ফিরবেন।
চেমসফোর্ড থেকে একই ফ্লাইটে দুবাই পর্যন্ত এসে যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরে স্ত্রী ও সন্তানের কাছে চলে গেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব। অপরদিকে ইংল্যান্ডেই রয়েছেন লিটন দাস।
আইরিশদের বিপক্ষে এই সিরিজটা বাংলাদেশ নিজেদের প্রত্যাশানুযায়ী শেষ করতে পারলেও খানিকটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। ঘরের মাঠে আইরিশদের দাপটের সঙ্গে হারালেও এই সিরিজে কাজটা সহজ হয়নি।
প্রথম ওয়ানডে বৃষ্টির বাগড়ায় পড়ে পরিত্যক্ত হয় যায়। দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর শতকে জয় পায় বাংলাদেশ। অপরদিকে শেষ ম্যাচে মুস্তাফিজুর রহমানের বোলিং নৈপুণ্যে সিরিজ নিজেদের করে টাইগাররা।
দেশে এসে কিছুদিন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। এরপর জুনে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য প্রস্তুত হতে হবে তামিম ইকবালদের।