এ বছরের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ১১৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। জাতিসংঘের পক্ষ থেকে এমন তথ্য জাননো হয়েছে। বৈশ্বিক সংস্থাটি জানিয়েছে যে নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু আছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের (ওএইচসিএইচআর) অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি এক বিবৃতিতে বলেন, ‘এ বছর পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ১১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে মধ্যে ২৬ শিশু এবং পাঁচ নারী রয়েছে।’
তিনি বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারী ও তাদের রক্ষীদের হাতেও এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া অন্য একটি শিশু একজন ইহুদি বসতি স্থাপনকারী বা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে।’
রাভিনা শামদাসানি জানিয়েছেন, এ বছর ফিলিস্তিনিদের হামলায় পাঁচজন ইসরায়েলি নিহত হয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের এ মুখপাত্র বলেছেন, এ অঞ্চলে বেআইনিভাবে হত্যাকাণ্ড সংঘটনের বিষয়ে উদ্বেগ বেড়েছে।
উল্লেখ্য, বর্তমানে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনী দখলকৃত পশ্চিম তীরজুড়ে অভিযান চালায় এবং অবৈধভাবে অনুপ্রবেশ করে। এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ বলে, তারা ফিলিস্তিনিদের আটক করতে এবং তাদের বাড়ি-ঘর ধ্বংস করতে এসব অভিযান চালায়। এ সময় ফিলিস্তিনিরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এর ফলে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ফিলিস্তিনিরা নিহত হচ্ছে।