পশ্চিমাদের আবিষ্কার করা এবং চাপিয়ে দেওয়া কথিত আইন-কানুন মেনে চলবে না রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন মন্তব্য করেছেন। সেন্ট পিটার্সবার্গে রাশিয়ান (এমপি) আইন প্রণেতাদের এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন এমন ঘোষণা দেন।
শুক্রবার তিনি বলেন, রাশিয়া এ মুহূর্তে পশ্চিমাদের সম্মিলিত অর্থনৈতিক আগ্রাসনের শিকার। এ অবস্থায় কোনো সমঝোতার অপেক্ষা না করে আইনপ্রণেতা এবং দেশের অন্যান্য শাখার কর্মকর্তা-কর্মচারীদেরকে সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করার আহ্বান জানান পুতিন।
তিনি বলেন, রাশিয়ার মূল লক্ষ্য হলো- দীর্ঘমেয়াদি স্বাধীনতা এবং সফল উন্নয়নের জন্য একটি ভিত্তি তৈরি করা।
প্রেসিডেন্ট পুতিন বলেন, সুনির্দিষ্ট কয়েকটি দেশ আন্তর্জাতিক কূটনীতিক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে তাদের নিজেদের নিয়ম সবার জন্য চালুর চেষ্টা করছে। কিন্তু কেন এই নিয়ম?
প্রেসিডেন্ট পুতিন বলেন, পশ্চিমাদের আরোপ করা নিয়ম-কানুন যেমন রাশিয়া মেনে চলবে না, তেমনি আন্তর্জাতিক অঙ্গন থেকে নিজেকে বিচ্ছিন্নও করবে না। ইউরেশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে রাশিয়া স্বচ্ছ ও সম্মানজনকভাবে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত।