বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৬ মার্চ (শনিবার) শুরু হয়েছিল ‘জয়িতা চলচ্চিত্র উৎসব ২০২১’। তিন দিনব্যাপী এই আয়োজনের পর্দা নামল। মুজিব শতবর্ষ ও নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এই উৎসব। যেখানে নারী নির্মাতাদের সিনেমা দেখানো হয়েছিল।
‘জয়িতা চলচ্চিত্র উৎসব ২০২১’ আয়োজক ছিল বাংলাদেশ ইন্টারন্যশনাল ফিল্ম মুভমেন্ট। এতে পৃষ্ঠপোষকতায় ছিল জয়িতা ফাউন্ডেশন। ৯ মার্চ (মঙ্গলবার) সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
ডা. মুরাদ হাসান বলেন, ‘চলচ্চিত্র সমাজ ও জীবনের কথা বলে। দেশীয় চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মকে সুস্থ বিনোদন দিতে সারাদেশে চলচ্চিত্র উৎসব আয়োজন জরুরী। নারী নির্মাতারাও যাতে আরও চলচ্চিত্রমুখী হন সেজন্য সরকারের পাশাপাশি শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।
উৎসবের সমাপনী দিনে নারী চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী সুজাতা, পরিচালক নারগিস আক্তার , অভিনেত্রী শাহনূর ও মানব সেবায় জিনাত হাসানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
তিন দিনব্যাপী এ উৎসবে প্রদর্শিত হয় কোহিনুর আক্তার সুচন্দার ‘হাজার বছর ধরে’, নারগিস আক্তারের ‘মেঘলা আকাশ’, সামিয়া জামানের ‘রানী কুঠির বাকি ইতিহাস’, মৌসুমীর ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’ ও নানজিবা খানের ‘দা ওয়ান্টেড টুইন’।
‘জয়িতা চলচ্চিত্র উৎসব ২০২১’-এর মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই, জয়যাত্রা টেলিভিশন ও টেলিপ্রেস। উৎসবের সহপৃষ্ঠপোষকতায় ছিল ডায়মন্ড ওয়ার্ল্ড ও এয়ারলাইন্স পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্স।