শনিবার (৫ জুলাই) দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুমন বলেন, গত ১৬ জুন দুপুর ১২টার দিকে তার স্ত্রী মারুফা আক্তার কলেজে গিয়ে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজন থেকে শুরু করে সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে পরের দিন ১৭ জুন দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করেছি।
তিনি অভিযোগ করে বলেন, আমার স্ত্রী বেঁচে আছে, না মরে গেছে, তাও জানি না। নাম-পরিচয় গোপন করে আমাকে এক ব্যক্তি মোবাইল ফোনে জানান, চা-মিষ্টি খাওয়া বাবদ ৫-১০ হাজার টাকা পুলিশকে দেওয়া হলে আমার স্ত্রীকে তারা খুঁজে বের করবে।
দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, প্রাথমিকভাবে খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছি, মেয়েটি একজন ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তবে পরিবার থেকে যেহেতু অভিযোগ এসেছে এবং বিষয়টি গুরুত্বের দাবি রাখে, তাই তাকে খুঁজে বের করে ফেরানোর জন্য আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছি।