উত্তর কোরিয়া ইতোমধ্যে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং যেকোনো সময় পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে পারে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগের প্রধান এমন দাবি করেছেন। স্থানীয় গণমাধ্যমগুলোতে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির প্রতিরক্ষা কমিটিকে এক ব্রিফিংয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি জং-সুপ বলেন, ‘উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করছে সিউল।’
লির বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ‘উত্তর কোরিয়া ইতোমধ্যে তাদের সপ্তম পারমাণবিক (অস্ত্র) পরীক্ষা কি হবে তার প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশটি যেকোনো সময় পারমাণবিক পরীক্ষা চালাতে সক্ষম।’
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরিয়ার সাম্প্রতিক হাওয়াসান-৩১ কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের উন্মোচন এবং পানির নিচে পারমাণবিক হামলার ড্রোনের পরীক্ষা সম্পর্কে আইনপ্রণেতাদের অবহিত করেছেন।
গত মাসে উত্তর কোরিয়া দাবি করেছে, দেশটির সামরিক বাহিনী একটি সুপার-স্কেল তেজস্ক্রিয় সুনামি তৈরি করতে সক্ষম এমন নতুন আন্ডারওয়াটার (পানির নিচের) পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে। দেশটি বলেছে যে এই ড্রোনটি যেকোনো উপকূল বা বন্দর থেকে চালানো যেতে পারে।
লি জং-সুপ তার দেশ দক্ষিণ কোরিয়ার এমপিদের বলেছিলেন, পারমাণবিক পরীক্ষার ক্ষেত্রে উত্তর কোরিয়ার বিরুদ্ধে তারা কড়া প্রতিক্রিয়া জানাবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রও তাদের সমর্থন করবে বলে জানান তিনি।