বাধা-বিপত্তি উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উচ্ছ্বাসে মেতেছেন দেশের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই উচ্ছ্বাস দৃশ্যমান। সাধারণ মানুষের পাশাপাশি পদ্মা সেতুর উদ্বোধনে শোবিজ অঙ্গনের মানুষেরাও এই আনন্দে শামিল হয়েছেন।
শনিবার (২৫ জনু) পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন তারকারাও।
পদ্মা সেতু ও পরিবারের সঙ্গে তিনটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘আমার বাড়ি বরিশাল গৌরনদী, জন্ম কালীগঞ্জ জিনজিরা, ঢাকা; শ্বশরবাড়ি সাতক্ষীরা খুলনা, হা হা হা, আলহামদুলিল্লাহ পদ্মা সেতু আমার লাগবে আপনার লাগবে, আমাদের গর্বের পদ্মা সেতু, আমাদের প্রথম অর্জন স্বাধীনতা, আর দ্বিতীয় অর্জন পদ্মা সেতু, সমালোচনা নয় আসুন আমরা একমুখে বলি আমাদের পদ্মা সেতু।’
অভিনেত্রী নিপুণ একটি ভিডিও শেয়ার করে লিখেছেন ‘আমার টাকায় আমার সেতু’। যেখানে তিনি বলেন, ‘পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদা, আমাদের অহংকার। শতবাধা, ষড়যন্ত্র অতিক্রম করে পদ্মা সেতু আজক দৃশ্যমান। এটি শুধুমাত্র প্রধানমন্ত্রীর জন্যই সম্ভব হয়েছে। ধন্যবাদ প্রধানমন্ত্রী আপনাকে।’
প্রধানমন্ত্রী ও পদ্মা সেতুর স্থিরচিত্র শেয়ার করে অভিনেতা জায়েদ খান লিখেছেন, ‘আমার টাকায় আমার পদ্মা সেতু। আনন্দিত এবং গর্বিত। এমন ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানে একজন আমন্ত্রিত অতিথি হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
পদ্মা সেতুর উদ্বোধনে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা সাইমন সাদিক বলেছেন, ‘পদ্মা সেতু সারা বাংলাদেশের মানুষকে এক করেছে। আমরা বিশ্বাস করি, বাঙালি জাতি চাইলে অনেক করতে পারে। আমরা আবারও প্রমাণ করেছি। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু। শুভ কামনা।’
সেতু সামনে রেখে পদ্মার বুকে নৌকায় দাঁড়িয়ে নিজের একটি ছবি পোস্ট করে চিত্রনায়ক নিরব লেখেন, ‘শুভ উদ্বোধন। সবার স্বপ্নের সেতু। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভিনেত্রী সোহানা সাবা পদ্মা সেতুর একটা ভিডিও দিয়ে পোস্টে লিখেছেন ‘আজকে পাপা বেঁচে থাকলে আনন্দে পাগল হয়ে যেত…একেতো পাপার ‘নেত্রী’ আজ অসম্ভবকে সম্ভব করেছে..তার ওপর আমাদের এলাকার সেতু।’
পদ্মা সেতু উদ্বোধনের ভিডিও শেয়ার করে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেন, আনন্দ আর গর্বের সেতু…‘পদ্মা সেতু’। অন্য আরেকটি পোস্টে সেতুর দুটি স্থিরচিত্র পোস্ট করে এই অভিনেতা লিখেছেন, ‘আজ বাংলাদেশের খুশীর দিন, গর্বের দিন। জয়তু শেখ হাসিনা।
অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন পদ্মা সেতুর সামনে একটি স্থিরচিত্র নিজের ওয়ালে পোস্ট করে লিখেছেন, আমাদের পদ্মা সেতু। উদ্বোধনের দিন এক প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন দেখছি। সরাসরি ইতিহাসের সাক্ষী হতে পেরে অন্যরকম অনুভূতি কাজ করছে। এ প্রজন্মের কাছে এটি স্মরণীয় হয়ে থাকবে।’
অভিনেতা সাজু খাদেম পদ্মা সেতু উদ্বোধনের একটি অ্যানিমেশন ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু। শুভ উদ্বোধন। ২৫ জুন, ২০২২।
পদ্মা সেতুর স্থির চিত্র ফেসবুকে শেয়ার করে ছোট পর্দার তারকা অভিনেতা আফরান নিশো লাভ ইমুজি দিয়ে লিখেছেন, ‘পদ্মা সেতু’।
এছাড়াও পদ্মা সেতুর উদ্বোধনের দিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ বহু তারকা অভিনেতা, শিল্পী, নির্মাতারা।