পদ্মা সেতুর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা চরে ঘুরতে গিয়ে আটকা পড়া ৫৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।
মাওয়া কোস্টগার্ড জানায়, আটকে পড়া লোকজন ৯৯৯-এ ফোন করলে কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করা হয়। সঙ্গে সঙ্গেই স্পিড বোট নিয়ে উদ্ধার অভিযানে যায় কোস্টগার্ড। এসময় তারা পদ্মা সেতুর মধ্যবর্তী নীচ এলাকায় নতুন জেগে ওঠা চর থেকে মোট ৫৮ জনকে উদ্ধার করে মাওয়া পুরাতন ও নতুন ফেরিঘাট এলাকায় নামিয়ে দেয়।
কোস্টগার্ডের সদস্য সাদ্দাম হোসেন বলেন, আমাদের কাছে ৯৯৯ থেকে বিষয়টি জানানোর সাথে সাথে আমরা স্পিডবোট নিয়ে পদ্মা নদীর মাঝের চরে অভিযান চালাই। ওই চর থেকে ৫৮ জনকে উদ্ধার করে মাওয়া পুরাতন ঘাট এবং নতুন ঘাটে নামিয়ে দিই। তারা যার যার মতো করে চলে গেছে। তাদের নাম ঠিকানা সেভাবে রাখা হয়নি।
বাংলাদেশ কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, জাতীয় পরিষেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা পদ্মা সেতুর নিচের মাওয়া এলাকায় অভিযান চালিয়ে ঝড়ের কবলে পড়া ৫৮ জনকে উদ্ধার করি। আমাদের দুটি স্পিড বোটসহ স্থানীয় একটি যানে করে তাদের মাওয়া ১ নং ফেরিঘাট এলাকায় নামিয়ে দেই। তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হতে পেরেছি- তারা সবাই ওই চড়ে ঘুরতে গিয়েছিলেন। আমরা তাদের সবাইকেই উদ্ধার করেছি।