সময়ের দাবী
No Result
View All Result
Friday, July 4, 2025
  • Login
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • বর্তমান বিশ্ব
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • শিক্ষা
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী
  • English
সময়ের দাবী
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • বর্তমান বিশ্ব
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • শিক্ষা
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী
  • English
No Result
View All Result
সময়ের দাবী
No Result
View All Result
Home জাতীয়

পদ্মার দু’পাড়ের মহোৎসবে রঙিত

June 24, 2022
in জাতীয়
Reading Time: 1min read
A A
0
পদ্মার দু’পাড়ের মহোৎসবে রঙিত
Share on FacebookShare on Twitter

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে উৎসবের বণিল আয়োজন হয়েছে পদ্মা নদীর দুই পাড়ে। সেতুর উত্তর প্রান্তে মুন্সীগঞ্জের মাওয়া আর দক্ষিণ প্রান্তে রয়েছে শরীয়তপুরের জাজিরা। শনিবার সকালে মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুধী সমাবেশে পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণা দেবেন। পরে সেতুর ফলক ও ম্যুরাল উদ্বোধন করে টোল দিয়ে সফরসঙ্গীসহ পদ্মা সেতু পার হবেন।

এরপর ওপারে গিয়ে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে আয়োজিত সমাবেশে অংশ নেবেন তিনি।বাংলাবাজারের সমাবেশ হবে ব্যাপক আকারের। সেই অনুযায়ী বর্ণিল আয়োজনও করা হয়েছে। এ সমাবেশে যোগ দিতে দক্ষিণের জেলাগুলো থেকে বিপুল জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে।

মাদারীপুর থেকে রিপনচন্দ্র মল্লিক জানাচ্ছেন, পদ্মাসেতুর উদ্বোধনী জনসভাকে ঘিরে এক্সপ্রেসওয়ে অসংখ্য ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা পর্যন্ত এক্সপ্রেসওয়ে হাজার হাজার ফেস্টুনে ভরে গেছে।

এ ছাড়া টোল প্লাজা থেকে পাঁচ্চর পর্যন্ত পদ্মাসেতুর অ্যাপ্রোচ সড়কে দেড় ডজন তরণ নির্মাণ করা হয়েছে। তোরণ, ফেস্টুন ছাড়াও ঘাট ও আশেপাশ এলাকায় পোস্টার, ব্যানার, বড় আকৃতির ফেস্টুনের ছড়াছড়ি। সব মিলিয়ে পদ্মাসেতুর উদ্বোধনকে ঘিরে বর্ণিল উৎসব বইছে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাটসহ পুরো জেলায়।

শুক্রবার সকা‌লে সরেজমিনে দেখা গেছে, জনসভাস্থল বাংলাবাজার ঘাট এলাকা, পদ্মাসেতুর এ্যাপ্রোচ সড়ক, পাঁচ্চর থেকে আড়িয়াল খাঁ সেতু এলাকার এক্সপ্রেসওয়েতে সারিবদ্ধ ফেস্টুন লাগানো। এক্সপ্রেসওয়ে ছয় হাজারেরও বেশি ফেস্টুন, কয়েক হাজার বড় বড় ব্যানার টাঙানো হয়েছে জনসভাস্থল এবং এক্সপ্রেসওয়েতে। এছাড়া শিবচরের বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য পোস্টার। বিভিন্ন সড়কের ডিভাইডার, জনসভাস্থলসহ দুপাশের কয়েক কিলোমিটার এলাকাতে করা হয়েছে আলোকসজ্জা।

শিবচর উপজেলা পরিষদ ভবন, বিভিন্ন সরকারি অফিস, হাট-বাজার, বিভিন্ন এলাকার ভবনসমূহ আলোকসজ্জায় সাজানো হয়েছে। শুধু শিবচ‌রেই নয়, পু‌রো মাদারীপুর জেলা‌তেই ব‌্যানার ও ফেস্টুন টাঙা‌নো হ‌য়ে‌ছে। কোথাও কোথাও বানা‌নো হ‌য়ে‌ছে গেট।

শিবচরের ইউএনও আসাদুজ্জামান জানান, সেতু উদ্বোধন ঘিরে পদ্মা পাড়ের এ অঞ্চলের প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। ইতোমধ্যে পোস্টার, ব্যানার আর বিলবোর্ডে ভরে গেছে সমাবেশেস্থলের চারপাশসহ আশেপাশের এলাকা। উদ্বোধন অনুষ্ঠানসহ এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এসব অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, “ঘাট এলাকায় কঠোর নিরাপত্তা রয়েছে। আমরা এসএসএফ-এর সাথে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছি। জনসমাবেশে নির্বিঘ্নে জনসাধারণ আসতে পারবে।” এদিকে, বাংলাবাজারে জনসভায় শুধু মাত্র মাদারীপুর জেলা থে‌কেই তিন লা‌খের বে‌শি মানুষ‌ সমবেত করার কাজ করছে বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।

মাদারীপুর জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে ব‌লেন, স্বপ্নের পদ্মা সেতু‌র উদ্বোধন শে‌ষে শিবচ‌রের ইলিয়াস আহ‌মেদ চৌধুরী [বাংলাবাজার] ফেরিঘা‌টে জেলা আওয়ামী লীগ জনসভার আ‌য়োজন করেছে। “দ‌ক্ষিণাঞ্চল ও প‌শ্চিমাঞ্চলের বি‌ভিন্ন জেলা থে‌কে দশ লা‌খের বে‌শি লো‌কের সমা‌বেশ হ‌বে। এই সমা‌বেশ‌কে সফল কর‌তে মাদারীপুর জেলা আওয়ামী লী‌গের সকল অঙ্গসংগঠন ও প্রতি‌টি ইউনিট কাজ কর‌ছে।”

কাজল কৃষ্ণ দে ব‌লেন, “জনসভায় জেলার শিবচর উপ‌জেলাসহ পু‌রো জেলা থে‌কে তিন লাখ লো‌কের বে‌শি উপ‌স্থি‌তি হ‌বে ব‌লে আশ‌া কর‌ছি।” জেলা আওয়ামী লী‌গ সভাপ‌তি শাহাবু‌দ্দিন আহ‌মেদ মোল্লা ব‌লেন, “জনসভা সফল করার জন‌্য আমরা রাতদিন কাজ ক‌রে যা‌চ্ছি।”

শরীযতপুর থেকে কে এম রায়হান কবীর জানান, বাংলাবাজার ফেরিঘাটের জনসভাকে ঘিরে শরীয়তপুরেও রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন, বড় বড় তোরণ তৈরিসহ নানা আয়োজনে উৎসবের আমেজ এসেছে শরীয়তপুরে। শরীয়তপুর শহর ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, নিশান, তোরণের পাশাপাশি চোখ ধাঁধানো আলোকসজ্জা করা হয়েছে।

এছাড়া সমাবেশে লাখো জনতার সমাশেরও আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর সমাবেশে জেলা শহরসহ ছয়টি উপজেলা থেকে মুক্তিযোদ্ধাসহ এক লাখ আওয়ামী লীগ নেতাকর্মী যোগ দেবেন বলে জানিয়েছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন জানান, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পাদ উপ-মন্ত্রী একে এম এনামুল হক শামীমের নিদের্শনায় জেলার নড়িয়া ও সখিপুর থেকে ৮টি বিলাসবহুল লঞ্চ ও পালতোলা নৌকাসহ দুইশত ট্রলার যাবে জনসভাস্থলে।

লঞ্চ, পালতোলা নৌকা ও ট্রলারের ভাড়া এবং ২৫ হাজার নেতাকর্মীর খাবারের ব্যয় উপ-মন্ত্রী একেএম এনামূল হক শামীম বহন করবেন বলে খোকন জানান। সদর থানা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন জানান, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে জেলা সদর থেকে ১৫টি বাস, ৭ হাজার মোটরসাইকেল যাবে জনসভাস্থলে।

এ ছাড়া সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে লোকজন যাবেন জানিয়ে তিনি বলেন, এ আনন্দযাত্রায় ২০ হাজার নেতাকর্মী অংশ নেবেন। এই ২০ হাজার নেতাকর্মীর খাবারের ব্যয় বহন করবেন সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল রশিদ গোলন্দাজ জানান, সমাবেশে পালং ও জাজিরার নেতাকর্মীরা অংশ নেবেন। এ ছাড়া ডামুড্যা উপজেলা থেকে ২টি লঞ্চ, ১০টি বড় ট্রলার, গোসাইরহাট উপজেলার থেকে ৩টি লঞ্চ ও ভেদরগঞ্জ উপজেলা থেকে ১০টি বাস, ১০টি মাইক্রোবাস ও ট্রাক যাবে জনসভাস্থলে। তাতে প্রায় ১৫ হাজার লোক হবে।

সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, “স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে আমরা শরীয়তপর থেকে প্রায় ১ লাখ নিয়ে আমরা জনসভাস্থালে যাব।”

মুন্সীগঞ্জ থেকে ফারহানা মির্জা জানান, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সব প্রস্তুতি শেষে এখন পদ্মার দুই পাড়ে চলছে উৎসব আয়োজন। উদ্বোধন ও জনসভাকে কেন্দ্র করে উভয়পাড়ে নানা স্থাপনায় বর্ণিল সাজ দেওয়া হয়েছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতেও সাজসজ্জা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উভয়পাড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

Share61Tweet38Share15
Previous Post

ফিক্সিং কাণ্ডে নির্বাসিত পাকিস্তানি আম্পায়ার এখন জুতা বিক্রেতা

Next Post

পদ্মা সেতুতে দেশ বদলাবে, জিডিপি প্রবৃদ্ধি বাড়বে

Related Posts

১০ গুণ দামে ইভিএম কেনার অভিযোগ, দুদকের মুখোমুখি ইসির তিন কর্মকর্তা
জাতীয়

১০ গুণ দামে ইভিএম কেনার অভিযোগ, দুদকের মুখোমুখি ইসির তিন কর্মকর্তা

July 3, 2025
গুমে সেনা সদস্যের সংশ্লিষ্টতা থাকলে কঠোর ব্যবস্থা : সেনাসদর
জাতীয়

গুমে সেনা সদস্যের সংশ্লিষ্টতা থাকলে কঠোর ব্যবস্থা : সেনাসদর

July 3, 2025
বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন
জাতীয়

বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন

July 3, 2025
১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে
জাতীয়

১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে

July 1, 2025
জুলাই কেবল আবেগ নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক : প্রধান উপদেষ্টা
জাতীয়

জুলাই কেবল আবেগ নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক : প্রধান উপদেষ্টা

July 1, 2025
আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

June 30, 2025
Next Post
যমুনার দু’পাড়ে সোয়া ৩ লাখ কোটি টাকায় হবে অর্থনৈতিক করিডোর

পদ্মা সেতুতে দেশ বদলাবে, জিডিপি প্রবৃদ্ধি বাড়বে

Recent News

নির্বাচনের আগে অস্থিরতা দূর করতে হবে : ডা. শফিকুর

নির্বাচনের আগে অস্থিরতা দূর করতে হবে : ডা. শফিকুর

July 4, 2025

Categories

  • Uncategorized
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • দেশজুড়ে
  • বর্তমান বিশ্ব
  • বিনোদন
  • রাজনীতি
  • শিক্ষা
  • সময়ের দাবী
  • সম্পাদকীয়

Site Navigation

  • Home
  • Advertisement
  • Privacy & Policy
সময়ের দাবী

© 2021 - All Rights Reserved by Somoyerdabibd.com

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • বর্তমান বিশ্ব
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • বিনোদন
  • শিক্ষা
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী

© 2021 - All Rights Reserved by Somoyerdabibd.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
  • রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে লাখ টাকা জরিমানা
  • রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে লাখ টাকা জরিমানা