আগামী ২৩ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে একযোগে নাটক মঞ্চায়ন হবে। আগামী ২৩ ডিসেম্বর উৎসবের উদ্বোধন হবে। এদিন জাতীয় নাট্যশালার মূল হলে রয়েছে আলোচনা এবং ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা’ প্রদান অনুষ্ঠান। ‘নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার, নাটক হোক জীবনের প্রকাশিত সত্য’ স্লোগান নিয়ে নাট্যচর্চা করে আসছে পদাতিক নাট্য সংসদ।
দলের প্রতিষ্ঠা সদস্যদের অন্যতম প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইন। মহান এই নাট্য ব্যক্তিত্বের স্মরণে প্রতি বছরই নাট্য উৎসবের আয়োজন করে পদাতিক। এ বছর এর এক যুগপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উৎসবের প্রথম দিন ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে অনুস্বর নাট্যদলের নাটক ‘তিনকড়ি’, ৬টা ৪৫ মিনিটে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পদাতিক নাট্য সংসদের ‘কালরাত্রী’ এবং ৬টা ৩০ মিনিটে স্টুডিও থিয়েটার মিলনায়তনে শব্দ নাট্য চর্চাকেন্দ্রের ‘রাইফেল’ নাটকের মঞ্চায়ন হবে।
উৎসবের দ্বিতীয় দিন ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে ঢাকা থিয়েটারের নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার‘, ৬টা ৪৫ মিনিটে এক্সপেরিমেন্টাল হলে পদাতিক নাট্য সংসদের ‘গুনজান বিবির পালা’ এবং ৬টা ৩০ মিনিটে স্টুডিও থিয়েটার মিলনায়তনে আরণ্যক নাট্যদলের ‘কহে ফেসবুক’ নাটক মঞ্চস্থ হবে।
এছাড়া ২৫ ডিসেম্বর উৎসবের শেষ দিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে থিয়েটার আরামবাগের নাটক ‘দৌপদী পরম্পরা’, ৬টা ৪৫ মিনিটে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে থিয়েটার ফ্যাক্টরির ‘আষাঢ়ষ্য প্রথম দিবসে’ এবং সন্ধ্যা ৬টা ৩০মিনিটে স্টুডিও থিয়েটার মিলনায়তনে থিয়াট্রন ঢাকার ‘সিচুয়ানের সুকন্যা’ নাটকের মঞ্চায়ন হবে।
এদিকে আগামী ২৬ ডিসেম্বর বিকাল ৪টায় শিল্পকলা একাডেমির সেমিনার হলে ‘রচনার অন্তরালে রচয়িতা সৈয়দ বদরুদ্দীন হোসাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অপূর্ব কুমার কুন্ডু। সেমিনারের আলোচনায় অংশ নেবেন মঞ্চসারথি আতাউর রহমান, নাট্যজন মামুনুর রশিদ, ম হামিদ, লাকী ইনাম, লিয়াকত আলী লাকীসহ অনেকে।