ইউনিয়ন পদযাত্রাকে বাধাগ্রস্ত করতে এবং নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন করতে জুলুমবাজ সরকার দেশব্যাপী নতুন করে গণ-গ্রেপ্তার হয়রানি শুরু করেছে দাবি বিএনপির।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।
দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গণ-জোয়ারে জনদূর্ভোগ সৃষ্টিকারী সরকার এতটাই ভীত হয়েছেন যে, পদযাত্রার মতো শান্তিপূর্ণ কর্মসূচিকেও তারা সহ্য করতে পারছে না। আসলে জনবিচ্ছিন্ন সরকার জনআতঙ্কে ভুগছে।
প্রিন্স বলেন, গতকাল রাতে গেন্ডারিয়া থানার বিএনপি নেতা নজরুল ইসলাম কাসু, ৩০ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কোরবান খন্দকার, ২৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সৈয়দ জালাল উদ্দিন, ৫৮ নং ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক বেলায়েত মাস্টার, ৩২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আজিজ উল্লাহসহ সারাদেশে দেড়শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগামীকালের পদযাত্রাকে কেন্দ্র করে ফেনীর সব ইউনিয়নে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা মহড়া দিচ্ছেন বলে দাবি করে প্রিন্স বলেন, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আলমের বাড়িতে গিয়ে তারা হামলা করেন।
সরকারের সীমাহীন ব্যর্থতা, অযোগ্যতা, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে জেগে উঠেছে বলে দাবি করে বিএনপির এই নেতা বলেন, সরকার সৃষ্ট জনদূর্ভোগে মানুষ দিশেহারা। সরকার দেশ-বিদেশে বলছে, বিরোধী দলের কর্মসূচি পালনে কোনো বাধা নেই। অথচ প্রতিটি কর্মসূচির প্রাক্কালে গ্রেপ্তার, মামলা, হামলা ও পাল্টা কর্মসূচি দিয়ে বিরোধী দলের প্রতিটি কর্মসূচিকে বাধাগ্রস্ত করছে।