ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)-র অধীনে থাকা জাতীয় দলগুলো এক সেশনে মাত্র দুটি পূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে। প্রথমটি হলো ফিফা বিশ্বকাপ।
অপরটি ইউরো। এর মাঝের সময়ে বিশ্বকাপ ও ইউরোর বাছাইপর্ব খেলে থাকে দেশগুলি। এছাড়া বাকি সময়টায় নিজেদের মধ্যে প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে থাকে। কিন্তু এইসব খেলাগুলোকে প্রায় প্রতিটি দলই খুব হালকাভাবে নেয়। সেই জন্য নতুন একটি টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)।
তাদের অধীনে থাকা ৫৫টি জাতীয় দলকে আরও শক্তিশালী করা এবং আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা নিয়ে গড়ে তোলার উদ্দেশ্যে ২০১৮ সাল থেকে আয়োজিত হয়ে আসছে নেশনস লিগ।
গতকাল সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার প্রধান কার্যালয়ে নেশনস লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। উয়েফার আয়োজিত এই টুর্নামেন্টের তৃতীয় আসরের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে।
ফাইনালে ওঠার লড়াইয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন। অপরদিকে আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া।
প্রথম সেমিফাইনালে আগামী ১৪ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে স্বাগতিক নেদারল্যান্ডস। পরদিন মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ইতালি।
শেষ চারের এই দলের লড়াই হবে নেদারল্যান্ডসের দুটি ভেন্যুতে। ফাইনাল হবে ১৮ জুন।