রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেয়, তাহলে ন্যাটো সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ব্রিটেন ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। যেগুলোর পাল্লা প্রায় ১৫৫ মাইল। ইউক্রেন এখন পর্যন্ত যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে স্টর্ম শ্যাডোর পাল্লা তার প্রায় তিন গুণ। কিন্তু রাশিয়ার অভ্যন্তরে মূল লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালানোর জন্য সেগুলো ব্যবহার করতে পারে না। এ ছাড়া, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এটিএসিএমএসের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে, যার প্রায় ১৯০ মাইল দূর পর্যন্ত হামলা চালাতে পারে। তবে পশ্চিমা বিশ্ব এসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিলে মস্কো প্রতিক্রিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কায় এখনো অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে পশ্চিমারা।